দৃদ্ধনিবাস ও দাতব্য চিকিৎসালয় তহবিল

বৃদ্ধনিবাস এবং দাতব্য চিকিৎসালয় প্রকল্পটি গ্রামাঞ্চলের দরিদ্র ও অবহেলিত জনগণের চিকিৎসা সেবা প্রদানের জন্য হাতে নেয়া হয়েছে। আমাদের সমাজের অসহায় মানুষজন বেকারত্ব, ক্ষুধা, অপুষ্টির সাথে জীবনযাপন করে নানাবিধ জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েন। বিশেষভাবে গ্রামাঞ্চলে চিকিৎসা সুবিধা খুবই কম বলে বিনা চিকিৎসায় প্রতি বছল অনেক লোক কষ্ট পান। এই সকল বাস্তবতা বিবেচনা করে আমাদের সংস্থা এই উদ্যোগটি হাতে নিয়েছে। এলক্ষ্যে জুন ২০২২ পর্যন্ত ৩৫.১২.৭৯১/- টাকার তহবিল গঠন করা হয়েছে।

© 2025 Manab Seba Ovijan, All rights reserved.   Developed by:  Dianait.com