আমাদের দেশে অনেক হতদরিদ্র পরিবার আছে যাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হঠাৎ কোন দুর্ঘটনায় কর্মহীন অথবা মারা যাবার ফলে তার পরিবার এক চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। এই সমস্ত পরিবার উপযুক্ত পরিবেশ, শিক্ষা, পুণর্বাসন এবং কর্মসংস্থানের অভাবে দারিদ্রের চরম সীমার মধ্যে বসবাস করে। তাদের আর্থিক অবস্থা এতটাই শোচনীয় যে তারা নিজেদের চিকিৎসার স্বল্পতম ব্যয়ভারও বহন করতে পারেন না। এছাড়াও চিকিৎসা শেষে অনেক রোগীই সম্পূর্ণ শারীরিক সক্ষমতা ফিরে পায় না, ফলে সেই পরিবারটি একেবারে অসহায় অবস্থার মধ্যে পড়ে যায়। কর্ম এলাকার মধ্যে এই ধরণের যে সকল অসহায় পরিবার আছে তাদের সহযোগীতার জন্য মানব সেবা অভিযান ‘যাকাত তহবিল’ গঠন করেছে। দুঃস্থ মহিলাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুঁজি প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা আমাদের এই কার্যক্রমের অন্যতম লক্ষ্য। এই তহবিলের অর্থ দিয়ে গরীব সদস্যদের প্রয়োজনে সেলাই মেশিন, হুইল চেয়ার ইত্যাদিও প্রদান করা হয়। ২০২১-২০২২ অর্থ বছরে ১,১০,৮৫০/- টাকা এবং জুন ২০২২ পর্যন্ত ৩,৭৮,৪৪৭/-টাকার বিভিন্ন উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
© Manab Seba Ovijan, All rights reserved. | Developed by: ITHostPark