সেলাই মেশিন বিতরণ

সেলাই মেশিন বিতরণ কর্মসূচি

অনেক সময় দেখা যায় মহিলারা বিধবা হয়ে অথবা স্বামীর দ্বারা নির্যাতিত ও তালাকপ্রাপ্ত হয়ে অসহায় অবস্থায় দিন কাটান, কখনও বা দরিদ্র বাবার সংসারে আশ্রয় নেন। অসহায় বাবা দুমুঠো খাবার জোগাড় করতে হিমশিম খায়, তার উপরে অসহায় মেয়ের বাড়তি চাপ। ‘মানব সেবা অভিযান’ এই সকল দুস্থ মহিলাদের কর্মসংস্থানের কথা চিন্তা করে ২০১৬ সাল হতে সেলাই মেশিন প্রদান কর্মসূচি গ্রহণ করেছে। বিভিন্ন সহৃদয় ব্যক্তিবর্গের সাহায্য এবং সেবা ফান্ডের অর্থ দিয়ে এই কর্মসূচি পরিচালিত হয়। ২০০১৮-১৯ অর্থ বছরে এই কর্মসূচির আওতায় ১৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়। সংস্থা থেকে এ পর্যন্ত মোট ৪০ টি সেলাই মেশিন প্রদান করা হয়েছে।আগামীতে এই কর্মসূচি বৃদ্ধির পরিকল্পনা আছে, যাতে পিছিয়েপড়া অসহায় মেয়েরা কারো মুখাপেক্ষি না হয়ে নিজেদের দক্ষতায় সমাজের সকল বাধা অতিক্রম করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।

© 2025 Manab Seba Ovijan, All rights reserved.   Developed by:  Dianait.com