মানব সেবা অভিযানের পাবনা জেলার পারফরিদপুর শাখায় ২২/৩/২০১৯ তারিখ অনুষ্ঠিত হলো ‘সেবা কর্মসূচি ২০১৯’। সংস্থা থেকে ৭টি হুইল চেয়ার, দুস্থ মহিলাদের কর্মসংস্থানের জন্য ৮টি সেলাই মেশিন, ১০ জন মুমূর্ষূ রুগীকে চিকিৎসা সহায়তা বাবদ ৩০ হাজার টাকা, ১২ জন অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়তা বাবদ ২৪ হাজার টাকা এবং ৫ম শ্রেণীর ৯০ জন বাচ্চার মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হলো। অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী জনাব মোঃ আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক গোলাম হোসেন গোলাপ, নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান, ফরিদপুর পাবনা, খ.ম. কামরুজ্জামান মাজেদ, মেয়র, ফরিদপুর পৌরসভা,পাবনা, এলজিইডি নির্বাহী প্রকৌশলী,পাবনা, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ সহ সুহৃদ ব্যক্তিবর্গ।অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সারওয়ার জাহান বাবু, অধ্যাপক, রাজশাহী সরকারী মহিলা কলেজ, রাজশাহী। আয়োজনটি সফল করতে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান নির্বাহী, পরিচালক মহোদায়, এলাকা ব্যবস্থাপক সহ সকল স্তরের কর্মীবৃন্দ। ভালো উদ্যোগ, সুস্থ চিন্তার মধ্যে দিয়ে মানুষের কল্যাণে সব সময় পাশে থাকতে চাই মানব সেবা অভিযান।