শিক্ষা সহায়তা

শিক্ষা সহায়তা কর্মসূচি

সংস্থার বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মধ্যে শিক্ষাকে অগ্রাধিকার প্রদান করা হয়। সূখী ও সমৃদ্ধশালী সমাজ গড়ে তোলার অন্যতম মাধ্যম হলো মানসম্মত শিক্ষা। শিক্ষার মাধ্যমে মানুষের ভাল-মন্দ বোধের সৃষ্টি হয়। কেবলমাত্র শিক্ষিত জাতিই পারে সমাজ থেকে দারিদ্র দূর করে সূখী সমাজ গঠন করতে। আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে সুযোগ-সুবিধা বঞ্চিত এবং পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য। এই বিষয়টি মাথায় রেখেই আমাদের সংস্থা জন্মলগ্ন থেকে দরিদ্র ও হতদরিদ্র সদস্যদের সন্তানদের শিক্ষা সহায়তা প্রদান করে আসছে। এক্ষেত্রে শিক্ষা উপকরণ ক্রয়, SSC ও HSC পরীক্ষার ফরম পূরণ ইত্যাদি ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে আর্থিক অনুদান প্রদান করা হয়ে থাকে।২০২১-২০২২ অর্থবছরে ৩৩ জনকে ১,৩৩,০০০/- টাকা এবং সংস্থার শুরু হতে এ পর্যন্ত ১৪০৯ জন শিক্ষার্থীকে সর্বমোট ১৩,৫৭,৫৯৬/- টাকার শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে। 

 © Manab Seba Ovijan, All rights reserved. | Developed by: ITHostPark