সেবা কর্মসূচি-২০১৯ – কেশরহাট ডিগ্রি কলেজ

সেবা কর্মসূচি-২০১৯
মানব সেবা অভিযান সংস্থা কেশরহাট শাখার আয়োজনে গতকাল শুক্রবার কেশরহাট ডিগ্রি কলেজে সেবা কর্মসূচি ২০১৯ সম্পাদন করা হয়। সভায় সংস্থা থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ৩টি হুইল চেয়ার, দুস্থ নারীকে কর্মসংস্থানের জন্য ১টি সেলাই মেশিন, ১০জন দুস্থ ব্যক্তির মাঝে চিকিৎসা সহায়তা বাবদ ৩১ হাজার টাকা, ১৭ জন অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়তা বাবদ ৫৩ হাজার টাকা এবং ৫৫ জন অস্বচ্ছল প্রাইমারী শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ করা হয়। সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোঃ সারওয়ার জাহান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুস্তম আলী প্রামাণিক, প্যানেল মেয়র-১ কাউন্সিলর ৮নং ওয়ার্ড, কেশরহাট পৌরসভা, মোহনপুর, রাজশাহী। এছাড়াও উপস্থিত ছিলেন মোনারুল ইসলাম, অধ্যক্ষ, বেলনা কারিগরি টেকনিক্যাল কলেজ, মোহনপুর কাউন্সিলরবৃন্দ ও সুহৃদ ব্যক্তিবর্গ। সংস্থার প্রধান নির্বাহী মোঃ খাইরুল আলম, পরিচালক মোঃ আসাদুজ্জামান, মেহনাজ মুস্তারিন, এলাকা ব্যবস্থাপকগণসহ সংস্থার সকল স্তরের কর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Archives

 © Manab Seba Ovijan, All rights reserved. | Developed by: ITHostPark