মাঠসংগঠক (গ্রেড:০৯)

Requirements

Education
  • স্নাতক /স্নাতকোত্তর
Additional Requirements
  • প্রার্থীকে চটপটে ও নেতৃত্বের গুণাবলী সম্পন্ন হতে হবে।
  • কর্মদক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে ভবিষ্যতে পদোন্নতির সুযোগ আছে।
  • ক্ষুদ্রঋণ কর্মসূচিতে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

Responsibilities & Context

  • ‘মানব সেবা অভিযান’ সংস্থাটি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির সনদপ্রাপ্ত (রেজি: নং-০৩৩৫২-০১৫৭৪-০০৩৩৯) ও পিকেএসএফ-এর সহযোগী সংস্থা। সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নের জন্য রাজশাহী বিভাগে স্থায়ীভাবে বসবাসরত আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। প্রার্থীকে অবশ্যই সৎ, কর্মঠ, উদ্যমী, অধুমপায়ী এবং গ্রামাঞ্চলে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে।

Compensation & Other Benefits

  • ছয় মাস শিক্ষানবিস কালে মাসিক সর্বসাকুল্যে ২০,৭০০/- টাকা এবং স্থায়ীকরণের পরে মাসিক সর্বসাকুল্যে ২৫,৪০০/-টাকা প্রদান করা হবে।
  • চাকুরি স্থায়ীকরণের পরে সুবিধাসমূহ: সংস্থার নিয়ম অনুযায়ী বেতনসহ অন্যান্য ভাতাদি, বছরে দুইটি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট ও ইনসেনটিভ ভাতা (দক্ষতার ভিত্তিতে), চিত্তবিনোদন ভাতা, অর্জিত ছুটি ভাতা, বাংলা নববর্ষ ভাতা, কর্মীকল্যাণ তহবিলের সুবিধা, মৃত্যু/দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ সুবিধাসহ ও সংস্থার প্রদেয় অন্যান্য ভাতাদি প্রদান করা হবে।

Workplace

Work at office

Employment Status

Full Time

Job Location

Rajshahi

Apply Procedure

Hard Copy

অন্যান্য শর্তাবলী :

(ক) আগ্রহী প্রার্থীদের মোবাইল নম্বরসহ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদের অনুলিপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং প্রার্থীকে চেনেন এমন দুইজন গণ্যমান্য ব্যক্তির নাম ( মোবাইল নম্বরসহ) উল্লেখপূর্বক প্রধান নির্বাহী মানব সেবা অভিযান বরাবর আবেদন করতে হবে।

(খ) অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

(গ) মাটরসাইকেল চালানো বাধ্যতামূলক।

(ঘ) শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হবে।

(ঙ) নির্বাচিত প্রার্থীদের জামানত হিসাবে ২০,০০০/- (কুড়ি হাজার) টাকা জমা দিতে হবে যা চাকুরি শেষে সার্ভিসচার্জসহ ফেরতযোগ্য।

(চ) কাজের মান সন্তোষজনক না হলে প্রয়োজনে শিক্ষানবিশকাল বৃদ্ধি করা যেতে পারে অথবা চাকুরি হতে অব্যাহতি দেয়া যেতে পারে।

(ছ) অধ্যায়নরতদের আবেদন করার প্রয়োজন নেই।

(জ) নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর অভিভাবককে নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে প্রার্থী কর্তৃক আর্থিক অনিয়ম/অর্থ তছরূপ হলে তার দায় বহন

করতে সম্মত রয়েছেন-এই মর্মে লিখিত অঙ্গিকার প্রদান করতে হবে।

(ঝ) এই নিয়োগ বিজ্ঞপ্তি কোন কারণ দর্শানো ব্যতীত পরিবর্তন, স্থগিত বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষন করেন।

(ঞ) রেজিষ্ট্রেশন ফি বাবদ ২০০/- টাকা নিয়োগ পরীক্ষার দিন নগদে জমা দিতে হবে। পরীক্ষার সময় কোন প্রকার টিএ, ডিএ প্রদান করা হবে না। নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য দেখা যাবে সংস্থার ওয়েবসাইট: www.msobd.org, facebook.com/Manab Seba Ovijan | ।

(ট) আবেদনপত্র আগামী ১২/১২/২০২৪ তারিখের মধ্যে এই ঠিকানায় সরাসরি/ডাকযোগে পৌঁছাতে হবে।

আবেদন প্রেরণের ঠিকানা

প্রধান নির্বাহী

মানব সেবা অভিযান

প্রধান কার্যালয়

মহিষবাথান (কোর্ট স্টেশন রোড), রাজশাহী কোর্ট-৬২০১, রাজশাহী। মোবাইল: ০১৮৭৬-০১৪১৩২

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Archives

 © Manab Seba Ovijan, All rights reserved. | Developed by: ITHostPark